#বস্তায়_বা_মাটিতে_আদা_চাষের_জন্য_স্প্রে_সিডিউল
#আদার চারা গজানোর ৭-১০ দিন বয়স হলে ৭-১০ দিন পরপর স্প্রে করতে পারেন।
#প্রথম_স্প্রেঃ
#বায়োডার্মা_পাউডার (ইস্পাহানী কোম্পানি) প্রতি লিটার পানিতে ৩ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।
#দ্বিতীয়_স্প্রেঃ
#কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক
#নোইন৫০ডাব্লিপি/
#অটোস্টিন৫০ডাব্লিপি/
#এমকোজিম৫০ডাব্লিপি/
#ফরাস্টিন৫০ডাব্লিপি যে কোন একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন #আদা
সাথে
(এবামেকটি+এবামেকটিন বেনজোয়েট) গ্রুপের কীটনাশক যেমন
#সিয়েনা৫ডাব্লিউডিজি বা
#নেইমার৬ডাব্লিডিজি যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে দিবেন।
#তৃতীয়_স্প্রেঃ
#কপার_হাইড্রোঅক্সাইড গ্রুপের বালাইনাশক যেমন
#জিবাল৭৭ডাব্লিউপি/
#চাম্পিয়ন৭৭ডাব্লিউপি/
#ডলফিন৭৭ডাব্লিউপি/
#প্যারাসল৭৭ডাব্লিউপি যে কোন একটি বালাইনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন
#চতুর্থ_স্প্রেঃ
(মেনকোজেব+ কার্বেন্ডাজিম) গ্রুপের ছত্রাকনাশক
#ম্যানসার৭৫ডাব্লিউপি/
#কম্প্যনিয়ন৭৫ডাব্লিউপি/
#কারকোজেব৭৫ডাব্লিউপি যে কোন একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে
সাথে
#কার্বোসালফান গ্রুপের কীটনাশক যেমন
#মারশাল২০ইসি/
#এডভান্টেজ২০ইসি/
#মিমসালফান২০ইসি/
#সানসালফান২০ইসি যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ৩ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।
#পঞ্চম_স্প্রেঃ
#বায়ো_শিল্ড (ইস্পাহানি কোম্পানী)
প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন
#ষষ্ঠ_স্প্রেঃ
(মেনকোজেব+মেটালেক্সিল) গ্রুপের ছত্রাকনাশক
#রিডোমিল্ড_গোল্ড৬৮ডাব্লিউডিজি/
#করমিলএমজেড৬৮ডাব্লিউডিজি/
#মেটারিল৬৮ডাব্লিউডিজি/
#নাজাহ৬৮ডাব্লিউডিজি/
#সান্ডোমিল৬৮ডাব্লিউডিজি যে কোন একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।
সাথে
ক্লোরোপাইরিফস+সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন
#নাইট্রো৫০৫ইসি
#এসিমিক্স৫৫ইসি
#ক্লোরসাইরিন৫৫ইসি
#সেতারা৫৫ইসি
#সাবসাইড৫৫ইসি যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ২মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।
#সপ্তম_স্প্রেঃ
(কাসুগাইসিন৪%+কার্বেন্ডাজিম৫০%) গ্রুপর বালাইনাশক
#নেকসুমিন৫৪ডাব্লিউপি
#সানপুমা৫৪ডাব্লিউপি
#কাসুগার৫৪ডাব্লিউপি যে কোন একটি বালাইনাশক প্রতি লিটার পানিতে ৩ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।
সাথে
#এমামেকটিন_বেনজোয়েট গ্রুপর কীটনাশক
#প্রোক্লেম৫এসজি
#সাহাম৫এসজি
#শার্পার৫এসজি
#প্রোটেক্ট৫এসজি
#নীল৫এসজি যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন
#বিশেষ_দ্রষ্টব্যঃ
স্প্রে করার সময় গাছের গোড়া সহ পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে।
রোগবালাইয়ের আক্রমণের তীব্রতা বেড়ে গেলে ডোজ বাড়াতে হবে। এবং ৪-৫ দিন পরপর স্প্রে করতে হবে।
0 Comments